স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ীতে ৬ লক্ষ ৩০ হাজার টাকার ২১শত পিচ ইয়াবাসহ দুজন কুখ্যাত মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সেই সাথে শুক্রবার (৮সেপ্টেম্বর) গ্রেফতার মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে সদর থানায় মামলা রুজু করা সহ তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িরা হল, রাজবাড়ী পৌরসভার বিনোদপুর ২নং ওয়ার্ডের মোঃ আমজাদ হোসেন মিয়ার ছেলে মোঃ আসিফ মিয়া ওরফে হাসু(৩২) অপর জন জেলা শহরের সজ্জনকান্দার মোঃ বিল্লাল শেখের ছেলে মোঃ ফারুক শেখ(৩৪)।
রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ এর নির্দেশনায় গোপন সংবাদের ভিওিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান খান এর নেতৃত্বে গত বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) একটি চেীকস আভিযানিক দল শহরের বিনোদপুরে অভিযান পরিচালনা করে। ওইসময় বিনোদপুরের আমজাদ হোসেন মিয়ার বসতবাড়িতে হাসু এর বসতঘরের ভেতর থেকে চৌদ্দ শত পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সাড়ে চারটার দিকে শহরের সজ্জনকান্দার নিজ বাড়ি থেকে সাত শত পিচ ইয়াবাসহ মোঃ ফারুক শেখকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৯:১৪:৩৭ ১৩৮ বার পঠিত