শুক্রবার, ১ মার্চ ২০২৪

জয়পুরহাটে অস্ত্র ও মাদকসহ আটক ১

প্রথম পাতা » শিরোনাম » জয়পুরহাটে অস্ত্র ও মাদকসহ আটক ১
শুক্রবার, ১ মার্চ ২০২৪



---


স্বপন সওদাগর

জয়পুরহাট জেলা প্রতিনিধি,


জয়পুরহাটে অস্ত্র  ও মাদক সহ কূখ্যাত সন্ত্রাসী তসলিম কে আটক করেছে র্্যাব।


সদর উপজেলার দোগাছী জিতারপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা দায়ের রয়েছে, বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্্যাব।

কাটককৃত তসলিম একই এলাকার মোজাম্মেল হাের ছেলে।


জয়পুরহাটর্্যাব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান,আটককৃত তসলিম সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় কেনাবেঁচা করতো। তসলিম অস্ত্রের দাপট দেখিয়ে  ভয়ভিতি দেখিয়ে  এলাকার জনসাধারণ কে জিম্মি করে রাখতো। ভয়ে এলাকার জনসাধারণ মুখ খুলে না।

এছাড়াও  সে প্রভাব খাটিয়ে বিভিন্ন মাদক সিন্ডিকেট  নিয়ন্ত্রণ করতো।

এমন  অভিযোগের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ১টি ওয়ান শুটারগান,ও মাদক সহ আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩০:৩৭   ১৯৭ বার পঠিত