স্বপন সওদাগর
জয়পুরহাট জেলা প্রতিনিধি,
জয়পুরহাটে ভাদসা এলাকা থেকে কিশোর গ্যাং এর প্রধান রাব্বি সহ তিন জন কে আটক করেছে র্্যাব।
কালের বিবর্তনে সমাজের অস্থির
কিছু বকে যাওয়া উঠতি তরুন আজ এখনই সময়ে
কিশোর গ্যাং এর খেতাব নিয়ে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় উৎপাত সন্ত্রাসী কার্যক্রম দিনের পর দিন চালিয়ে আসছে।
এমতাবস্থায় এলাকা বাসি অতিষ্ঠ হয়ে পড়েছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে।
সেই সুবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্্যাব - ৫,সিপিসি -৩
জয়পুরহাট ক্যাম্পের অভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের
ভিত্তিতে শনিবার রাত ৭টায় ভাদসা এলাকায় পৌচ্ছালে তাদের কে অস্ত্র সহ আটক করে।
আটককৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার পন্ডিত পুর এলাকার রমজান আলির ছেলে
কিশোর গ্যাং প্রধান মোঃ রাব্বি হোসেন(২১), ভাদসা বামন পাড়ার পরিমল চন্দ্রের ছেলে সৌরভ(২০) ও পার্বতীপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে রিসাদ হেসেন (২১)।
অপর দিকে আটককৃতদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:১৬:১৪ ২৩৬ বার পঠিত