স্বপন সওদাগর
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাট জেনারেল আধুনিক হাসপাতালের বহির্বিভাগে মেডিকেল অফিসার ডা. জাকা কাইফ ও তার সহকারীদের উপর হামলার ঘটনা ঘটেছে।
এছাড়াও অভিযুক্তরা ওই চিকিৎসকের কক্ষে প্রবেশ করে ভাংচুর করেছে। এ ঘটনায় জড়িত দু’জনকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার ( ২৭ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট জেনারেল আধুনিক হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে।
হামলা কারিরা হলেন জেলার ক্ষেতলাল উপজেলার বানাদিঘী গ্রামের জুয়েল আকন্দ (২৪) ও জসিম উদ্দিন আকন্দ (৫০)।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা.সরদার রাসেদ মোবারক জিয়েল বলেন, ঞটনা শোনার সঙ্গেই পুলিশকে খবর দেই।
পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত বাবা ও তার ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা র প্রস্তুতি চলছে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়েই পুলিশ সদস্যরা ঘটনা স্থলে যান।
সেখানে অভিযুক্ত দু’জন কে আটক করে থানায় আনা হয়।
তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২১:৩২:৩২ ১৪৫ বার পঠিত