স্বপন সওদাগর ,জয়পুরহাট প্রতিনিধি:
প্রাইভেট কারে বিশেষ কৌশল অবলম্বন করে লুকিয়ে রাখা ৭২ কেজি গাঁজা সহ মাদক সম্রাট মনির কে গ্রেফতার করেছে র্্যাব- ৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প।
গ্রেফতারকৃত মাদক সম্রাট মনির হোসেন (৪২) সিলেট জেলার জৈন্তাপুর থানার কুচরাই এলাকার মোঃ মোসলেমের ছেলে।
বুধবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন রর্্যাব কর্মকর্তা জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, জয়পুরহাট র্্যাব ক্যাম্পের অন্তত কৌশলী টিম মঙ্গলবার রাত১০টার সময় মাদক ব্যাবসায়ী মনির জোসেন ও আলমগীর কুমিল্লা থেকে নওগাঁর বদলগাছী এলাকায় প্রাইভেট কারে গাঁজা বহন করবে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারী বাড়িয়ে বদলগাছী চারমাথায় চেকপোস্ট
বসানো হয়।
এমতাবস্থায় প্রইভেট করটি নজরে আসলেই চৌকস টিম তাতে, তল্লাশি চালিয়ে গাড়িতে লুকিয়ে রাখা ৭২ কেজি গাঁজা পরিবহন কালে মাদক সম্রাট মনির হোসেন কে এবং প্রাইভেক কার সহ গ্রেফতার করা হয়।
এ সময় প্রাইভেট কারের চালক লক্ষিপুর জেলার নন্দনপুর এলাকার আলমগীর কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামী মনিরও পলাতক আসামী আলমগীর (চালক) চিহ্নিত পেশাদার মাদক ব্যাবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছে বলে জানা যায়।
আটককৃত মনির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী
এলাকা দিয়ে গাঁজার চালান সংগ্রহ করে আইন শৃঙ্খলা বাহিনীর চোক ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় প্রাইভেট করে অভিনব কায়দায় গাঁজা সরবরাহ করে আসছিল।
মাদকসেবি ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্্যাব-৫, সিসিপি-৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
যথাযথ আইনগত ব্যাবস্থা গ্রহন করতে গ্রেফতারকৃত আসামী নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:২৯:৩২ ১৩৮ বার পঠিত