বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪

জয়পুরহাটে যাবজ্জীবন সাজা আসামী গ্রেফতার

প্রথম পাতা » শিরোনাম » জয়পুরহাটে যাবজ্জীবন সাজা আসামী গ্রেফতার
বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪



 

---

স্বপন সওদাগর

জয়পুরহাট জেলা প্রতিনিধি

মাদক মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত বন্ধন উড়াও(৪৪)কে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়েন্দা ত্বথ্যের ভিত্তিতে র্্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট এর চৌকস অভিযানিক দল গত( ২৫ ফেব্রুয়ারি) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরন্জী এলাকা হতে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী পাঁচবিবি উপজেলার রুপাপুর গ্রামের মতৃ

লাহারু উরাও এর ছেলে বন্ধন(৪৪) কে গ্রেপতার করা হয়।

মামলার বিবরনে জানা যায়,২০১৯ সালের ১৩ ( ডিসেম্বর) ভোরে পুলিশ সদস্য কয়া গ্রামে ওৎ পেতে থাকা অবস্থায় দুজন ব্যক্তি হেটে আসার সময় তাদের কে থামতে বললে, একজন দৌড়ে পালিয়ে যায় এবং বন্ধন উড়াও কে আটক করে।

এসময় বন্থন উড়াও এর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৭০ বতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

পরবর্তীতে গত ২০ নভেম্বর জয়পুরহাট অতিরিক্ত জেলা জ্জ আদালত -২ এর বিচারক মোঃআব্বাস উদ্দীন ৭০ বতল ফেনসিডিল আটকের মাদক মামলায় বন্ধন উড়াও কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ সহ তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

গ্রফতারকৃত আসামীকে যথাযথ আইন গত ব্যাবস্থা গ্রহন করতে।জয়পুরহাট জেলার পাঁচ বিবি থানায় হস্তান্তর করা হয়েছে।।

বাংলাদেশ সময়: ১৮:১৫:০২   ২৮১ বার পঠিত