লোকমান ইবনে মোশারেফ।
দৌলতখান, (ভোলা) প্রতিনিধি :
ভোলার দৌলতখানে সিনিয়র-জুনিয়র নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কিশোর গ্যাং মাহিদের রডের আঘাতে রাব্বি (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
নিহত রাব্বি দৌলতখান পৌরসভার ০৩ নং ওয়ার্ডের বাসিন্দা জামাল মাঝির ছেলে।
গত২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতখান পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডে সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক পলাতক মাহিদ ও আশরাফুলকে খুঁজছে পুলিশ।
মাহিদ দৌলতখান পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কাঁচামালের একটি আড়তের ব্যবসায়ী মহিউদ্দিনের ছেলে।
ভোলা পুলিশ সুপার মাহিদুজ্জামান বলেন, ‘অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
বাংলাদেশ সময়: ১১:০৩:৪৬ ১৮১ বার পঠিত