এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ বারের মতো ১১৭ ভোলা -৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নূরুন্নবী চৌধুরী শাওন এমপিকে লালমোহনে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় লালমোহন পৌর সভার অায়োজনে লালমোহন বাজারের মুক্তিযোদ্ধা এভিনিউতে এমপি নুরুন্নবী চৌধুরী শাওনকে এ সংবর্ধনা প্রদান করা হয় ।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এ জনপদে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। এক সময়ের অশান্ত ও সন্ত্রাসের অভয়ারণ্য আজ শান্তির নিড়ে ফিরিয়ে এনেছি। তিনি আরো বলেন, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের সেবা ও কল্যাণে কাজ করে যাব।। আমি আজীবন আপনাদের মনের মাঝে বেঁচে থাকতে চাই।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মিসেস ফারজানা চৌধুরী রত্না।
লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এমরান মাহমুদ ডালিম, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম মোল্লা এলটি,ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম,বিভিন্ন ইউনিয়ন এর চেয়ারম্যান, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক সফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদারসহ উপজেলা ও পৌর অাওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লালমোহন পৌরসভা ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহ জাহিদুল ইসলাম নবীন। নাগরিক সংবর্ধনা ও আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১২:২৪:৫১ ২৩৯ বার পঠিত