শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ভূমি অফিসের নারী কর্মচারী নিহত ও পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশু নিহত!

প্রথম পাতা » শিরোনাম » জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ভূমি অফিসের নারী কর্মচারী নিহত ও পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশু নিহত!
শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪



---

স্বপন সওদাগর জয়পুরহাট প্রতিনিধিঃ

২২ ফেব্রুয়ারি জয়পুরহাট জেলা ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে উপজেলা ভূমি অফিসের কর্মচারী রেশমা বেওয়া নিহত হয়েছেন।

 বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার সময় এ দূর্ঘটনা ঘটে।

নিহত  রেশমা বেওয়া জয়পুরহাট শহরের দেওয়ান পাড়া মহল্লার মৃত মিরাজ উদ্দীনের স্ত্রী।

তিনি ক্ষেতলাল উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক ছিলেন।

ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেন জানা, রেশমা তার এক সহকর্মীর মোটরসাইকেলে করে বাড়ি থেকে তার কর্মস্থলে যাচ্ছিলেন।

পথে বটতলী এলাকায় হঠাৎ একটি অটো রাস্তার ওপর ঘুরাতে গেলে সেই মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রন হারিয়ে ব্রেক করেন,এতে মোটরসাইকেল থেকে রেশসা ছিটকে পড়ে গুরতর আহত হন।

স্থানীয়রা তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করালে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অপর  দিকে ২১ ফেব্রুয়ারি ম্যাসি ট্রাক্টরের ধাক্কায়  ৪ বছরের শিশু নিহত

 তামিম হোসেননামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে সদর উপজেলার চকশ্যাম এলাকায়  এ দূর্ঘটনা ঘটে।

নিহত তামিম হোসেন জয়পুরহাট  সদর উপজেলার চকশ্যাম জনি হোসেনের ছেলে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন  কবির জানান,শিশু তামিম তার বাড়ির সামনে থেকে রাস্তা পার হচ্ছিলেন।

এ সময় একটি  দ্রুতগামী ট্রক্টর পেছন থেকে তামিম কে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ম্যাসি ট্রাক্টরসহ ড্রাইভার ও হেলপার কে গ্রেপ্তার করার অভিযান চালছে।

বাংলাদেশ সময়: ১২:১৮:০৩   ১৪২ বার পঠিত