স্বপন সওদাগর
জয়পুরহাট।
জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় ভাষা সৈনিক শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন হয়।
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বর্বচিত বন্দুকের নলের সামনে বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে মায়ের ভাষা রাষ্ট্র ভাষা দাবীতে যারা জীবন উৎসর্গ করেছিল, সালাম,বরকত,জব্বার আরও নাম না জানা আজ তাঁদের কে শ্রদ্ধার সাথে স্মরন করছে গোটা বিশ্ব জাতী।
ফুলে ফুলে সজ্জিত শহিদ মিনার বেদী।
সারা দেশের ন্যায় জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্দ্যোগে রাত ১২ টা ১ মিনিটে একুশের প্রথম প্রভাতে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় শজিদ মিনারে ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন,জেলা প্রশাসন, বিচার বিভাগ, জেলা মুক্তি যোদ্ধা সংসদ,জেলা পরিষদ,জেলা আওয়ামীলিগ,বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন এবং সূধি সমাজ।
এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক,মহিউদ্দিন জাহাঙ্গীর,
জেলা ও দায়রাজজ মোঃ নূরে আলম,জেলা আওয়ামীলগ, অঙ্গ সংগঠন সহ সাবেক জেলা মুক্তি যোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তি যোদ্ধা আমজাদ হোসেন।
দিবসটি উৎযাপন উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি সূর্য উদয়ের প্রক্কালে শিক্ষা প্রতিষ্ঠা,সরকারি বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সঠিক রং,ও নিদ্ধারিত মাপের জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা।
ভাষাসৈনিক স্মরনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, কবিতা,চিত্রাঅংকন,রচনা প্রতিযোগিতা,বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা দিন ব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:১৫:৫৪ ১৮২ বার পঠিত