বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রথম পাতা » শিরোনাম » রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪



 ---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৪ পালন করা হয়েছে।

২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যা আমাদের জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ দিন।

যাদের রক্তের বিনিময়ে আমরা এই মাতৃভাষা পেয়েছি তাদের স্মরণে বুধবার (২১ ফেব্রুয়ারী) রাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, রাজবাড়ী ১ আসনের এমপি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, স্থানীয় সরকারের উপ পরিচালক আসাদুজ্জামান রিপন সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এরপর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা পুলিশ, সিভিল সার্জনের কার্যালয়, জেলা পরিষদ সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও কর্মকর্তা - কর্মচারীগণসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।

বাংলাদেশ সময়: ১৩:৩৬:৩১   ৯৯ বার পঠিত