মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

দায়িত্ব পালনের সময় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্যসহ আহত ৩

প্রথম পাতা » শিরোনাম » দায়িত্ব পালনের সময় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্যসহ আহত ৩
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪



 ---

বোরহান,
শরীয়তপুর প্রতিনিধি;

রাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের একটি দল সিএনজি যোগে টহল দিচ্ছিলেন বাজারসহ সড়কে। রাত গভীর হওয়ায় সিএনজি চালকের অসাবধনতায় পার্কিং করে রাখা একটি গাড়ির সাথে জোরে ধাক্কা খায় সিএনজিটি। এতে দায়িত্বরত ২ পুলিশ সদস্যসহ সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদেরকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বাস স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ডামুড্যা থানা পুলিশের উপপরিদর্শক (এএসআই) রাজিব দত্ত, কনস্টেবল আশেকে রসূল আরিফ ও সিএনজির চালক আলমাস সরদার। সিএনজি চালক আলমাস ডামুড্যার কনেশ্বর ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের জুলফিকার সরদারের ছেলেস্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডামুড্যা বাজারসহ সড়কে রাত্রিকালীন দায়িত্ব পালন করছিল পুলিশ সদস্য রাজিব দত্ত ও আশেকে রসূল আরিফ। তাদেরকে সিএনজি যোগে নিয়ে যাচ্ছিল চালক আলমাস সরদার। ঋষি বাড়ির মোড় হতে বাজারে আসার পথে সিএনজি চালকের অসাবধনতা বশত ডামুড্যা বাস স্টেশনে পার্কিং করে রাখা বেপারী পরিবহনের সাথে স্বজোরে ধাক্কা লাগে। এসময় তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিয়ে শরীয়তপুর জেলা সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ার হোসেন খান বলেন, পুলিশের কাজে সহযোগিতা করার জন্য শ্রমিকরা প্রায় প্রতিদিনই তাদেরকে সহযোগিতা করেন। রাত গভীর হওয়ায় ডামুড্যা বাস স্টেশন এলাকায় ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, রাত্রিকালীন দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় পুলিশের ২ সদস্যসহ সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন। তারা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আশা করছি দ্রুত তারা সুস্থ হয়ে উঠবে।

বাংলাদেশ সময়: ১৯:৪৬:১৯   ১০৬ বার পঠিত