জয়পুরহাট প্রতিনিধি।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারতীয় সীমান্তের নিকটবর্তী এলাকা থেকে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে স্বর্ন পাচার কালে বার সহ তিন জন চোরাকারবারি কে আটক করেছে জয়পুরহাট ব্যাটলিয়ন(২০ বিজিবি)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টায়, জয়পুরহাট ২০- ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর আফিক হাসান সংবাদ সম্মেলনে বিষয় টি নিশ্চিত করে জানান, ১৪ ফেব্রুয়ারি বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাটখোলা বিইউপি একটি বিশেষ সীমান্ত পিলার ২৮১/৪৭ থেকে ২৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরিন পূর্ব উচনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
এ সময় স্বর্ন ছাড়াও তাদের নিকট হতে একটি মোটর সাইকেল, তিনটি মোবাইল ফোন,পাঁচটি সিম কার্ড,এবং বাংলাদেশি ৪৯,০৩৯/= টাকা জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্নের ১০ টি স্বর্নের বারের ওজন ১৬৬.৪০ গ্রাম।
আনুমানিক মূল্য ১ কোটির উপর।
আটককৃতরা হলেন পাঁচবিবি উপজেলার পৃর্ব উচনা গ্রামের বাসিন্দা রহিদুল ইসলাম, (৪০) মুনজুর রহমান(৪২),ফরিদুল ইসলাম (৪৫)।
আটককৃতদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলার প্রস্তুতি চলছে, এবং পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে,
এমনটয় কর্মকর্তা জানান।
বাংলাদেশ সময়: ১৯:০৬:৩৮ ১৪০ বার পঠিত