সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪

জয়পুরহাটে ট্যাপান্টাডল সহ মাদক ব্যাসায়ী গ্রেফতার

প্রথম পাতা » শিরোনাম » জয়পুরহাটে ট্যাপান্টাডল সহ মাদক ব্যাসায়ী গ্রেফতার
সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪



স্বপন সওদাগর---

জয়পুরহাট জেলা প্রতিনিধি,

জয়পুরহাটের রুপনগর এলাকা থেকে ট্যাপান্টাডাল সহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার করেছে র্্যাব - ৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অভিযানিক দল (১০ ফেব্রুয়ারি) রাত ০১.২০ ঘটিকায় ২১ পিচ ট্যাপান্টাডল সহ জয়পুরহাট সদর থানাধীন আর্দশপাড়া এলাকার মোঃ মাবুদ হোসেন (২৬) কে মাদক ক্রয় বিক্রয়ের সময় গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞাপ্তিতে র্্যাব জানান, গ্রেফতারকৃত মাবদ একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন মহল্লা, এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো।

মাদাকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্্যাব -৫,সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

যথাযথ আইনগত ব্যাবস্থা গ্রহন করতে তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫০:২৫   ১৭৫ বার পঠিত