সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪

রাজবাড়ীতে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » শিরোনাম » রাজবাড়ীতে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া বাজারে অভিযান পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১২ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে দশটায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ডি কাজী রকিবুল হাসান এর নেতৃত্বে পাংশা উপজেলার মাছপাড়া বাজারের পেঁয়াজ দোকান, ফার্মেসি,মুদিখানা ও বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠান গুলোতে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

সেই সাথে সরকারী বিধি বিধান মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠান মালিকগণকে নির্দেশনা প্রদান করা হয।

ওইসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় অপরাধ স্বীকার করায় মেসার্স পশুপতি ফার্মেসি মালিক কে ১০ হাজার টাকা ও ৫১ ধারায় অপরাধ স্বীকার করায় লিটন স্টোর মালিক কে ৫ হাজার টাকা মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর লিফলেট এবং পোস্টার বিতরণ করা হয়।

ওইসময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক , ভোক্তা অফিসের সবুজ হোসেন,

শৃঙ্খলায় জেলার পুলিশ বাহিনীর একটি টিম।জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে

বাংলাদেশ সময়: ১৭:৪৬:৫৫   ৮১ বার পঠিত