স্বপন সওদাগর
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে ধান,চালের দাম বৃদ্ধি রোধকল্পে মজুদ বিরোধী অভিযানে মের্সাস মাহাবুব ট্রের্ডাসের জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা ভোক্তা অধিকার, খাদ্য ও সিপিসি-৩ জয়পুরহাট রর্্যাব ক্যাম্পের যৌথ অভিযানে জয়পুরহাট সদর থানাধীন শুকতাহার মোড় এলাকায় অবৈধভাবে ধান গুদামজাত করায় মের্সাস মাহাবুব ট্রের্ডাসের স্বত্বাধিকারী লেছান আলী মৃধাকে ৩০ হজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া ও অতিরিক্ত দ্বায়িত্ব জয়পুরহাট এর সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী, সিপিসি-৩ জয়পুরহাটে র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃশেখ সাদিক, জয়পুরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামানিক।
বাংলাদেশ সময়: ১২:৩৬:৩৮ ১৫৬ বার পঠিত