রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪

রাজবাড়ীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

প্রথম পাতা » শিরোনাম » রাজবাড়ীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা
রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪



 ---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী সদর উপজেলার সিংগা বাজারে অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে ১১হাজার টাকা জরিমানা করেছে।

রবিবার (৪ ফেব্রুয়ারী ) সকাল এগারোটায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ডি কাজী রকিবুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার সিংগা বাজারের বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠান, মুদিখানা স্টোর,মিষ্টির দোকান এবং ঔষধ দোকানগুলোতে গুলোতে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

সেই সাথে সরকারী বিধি বিধান মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠান মালিকগণকে নির্দেশনা প্রদান করা হয।

ওইসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় অপরাধ স্বীকার করায়

ওয়াদুদ স্টোর মালিক কে ২০০০টাকা,সরদার ভ্যারাইটিজ ষ্টোর মালিক ২০০০টাকা ও মেসার্স জনসভা মেডিকেল হল মালিককে ৪৫ ধারায় ৭০০০ টাকা, সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে ১১,০০০ টাকা জরিমানা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর লিফলেট এবং পোস্টার বিতরণ করা হয়।

ওইসময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক , ভোক্তা অফিসের সবুজ হোসেন,

শৃঙ্খলায় জেলার পুলিশ বাহিনীর একটি টিম।জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:০৮   ১৬৩ বার পঠিত