বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

প্রথম পাতা » শিরোনাম »
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪



---

স্বপন সওদাগর

জয়পুরহাট।

জয়পুরহাট, আক্কেলপুর উপজেলার কয়াশুল্কা এলাকায় অবৈধ ভাবে টায়ার পুড়িয়ে বয়লার মেশিনে ফার্নিশ ওয়েল,গ্রীন ওয়েল প্রশাসনের  চোখ ফাঁকি দিয়ে কারখানায় উৎপাদন করে আসছে।

সমবার(২৯ জানুয়ারি)  বিকেল ৫ টার দিকে  মোবাইল কোট পরিচালনা করে বিপুল পরিমান ফার্নিশ ওয়েল এবং গ্রীন ওয়েল ধ্বংস এবং কারখানার মালিক মেহেদী কে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা সহ ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে র্্যাব -৫।


জয়পুরহাট র্্যাবের চৌকশ  দল

চিরনী অভিযান চালায়আক্কেলপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট মোছাঃমুনিরা সুলতানা এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:০২:১১   ২৩৩ বার পঠিত