স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
বিজ্ঞ আইনজীবিদের পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা, পবিত্র আদালত অঙ্গন দালাল মুক্ত করা, বারের জমি উদ্ধারসহ সকল প্রকার উন্নয়নের ধারা অব্যাহত রাখা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, বিভিন্ন প্রতিশ্রুতির মধ্যে দিয়ে রাজবাড়ীতে জেলা বার এসোসিয়েশন নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে বুধবার (৩১ জানুয়ারি) ।
জেলা বারের নির্বাচনে খন্দকার হাবিবুর রহমান বাচ্চু সভাপতি ও মোঃ আব্দুল রাজ্জাক(২) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে ২টি প্যানেলে মোট ২২ জন প্রার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠিত জেলা বারের নির্বাচনে মোট ২১৩ ভোটের মধ্যে ১১২ ভোট পেয়ে খন্দকার হাবিবুর রহমান বাচ্চু সভাপতি নির্বাচিত হয়। অপর প্রার্থী আনিসুল রহমান পায় ৯৬ ভোট।
নির্বাচনে ১৩১ভোট পেয়ে মোঃ আব্দুল রাজ্জাক (২)সাধারন সম্পাদক নির্বাচিত হন, অপর প্রার্থী মোঃ মোস্তফা কবির ৭৬ ভোট পায়।
এভাবে মোঃ আবুল হোসেন মোল্লা ১১৯ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হন, অপর প্রার্থী গৌতম কুমার বস্ পায় ৮৮ ভোট।
দুইজন সহ সম্পাদক মোঃ তসলিম আহমেদ তপন ও জাহিদ উদ্দিন মোল্লা নির্বাচিত হয়।
ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে বিপ্লব কুমার রায় নির্বাচিত হয়েছেন।
সদস্য হিসেবে মোঃ সিদ্দিকুর রহমান, শামীমা ইসলাম (সোনিয়া), মোঃ ফিজোর উদ্দিন, এম এম শাহরিয়ার জামান রাজিব, মোঃ জিয়াউর রহমান নির্বাচিত হন।
বাংলাদেশ সময়: ১৪:৩০:০৬ ১১৪ বার পঠিত