রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শত কোটি টাকা দামের ৮ কেজি ৩০০ গ্রাম কোকেন জব্দের মামলায় তিন আফ্রিকান নাগরিকসহ পাঁচজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডে নেওয়া আসামিদের মধ্যে নমথেনদাজো তাওয়েরাকে সোকোকে ছয়দিন ও সাইফুল ইসলাম রনি, আসাদুজ্জামান আপেল, নমসো ইজেমা পিটার ওরফে অস্কার, নডোলী ইবুকা স্ট্যানলি ওরফে পদস্কির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বুধবার (৩১ জানুয়ারি) তাদেরকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে নমথেনদাজো তাওয়েরাকে সাকোর ১০ দিন এবং বাকি চারজনের ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ ওবায়দুল কবির।
অপরদিকে আসামিদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তাদের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তার তাদের জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
গত ২৪ জানুয়ারি শাহজালাল বিমানবন্দরে অভিযান চালিয়ে আফ্রিকান নাগরিক নমথেনদাজো তাওয়েরা সোকোর কাছ থেকে প্রায় ১০০ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩০০ গ্রাম কোকেন জব্দ করে। এ ঘটনায় বুধবার রাতেই বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। মামলায় নমথেনদাজো তাওয়েরাকে ছাড়াও অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুই আফ্রিকান নাগরিকসহ ৪ জনকে আটক করে।
বাংলাদেশ সময়: ১১:০০:৫৯ ১২৫ বার পঠিত