মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪

আরও পাঁচ মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন

প্রথম পাতা » শিরোনাম » আরও পাঁচ মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪



 ---

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা মডেল থানার পৃথক পাঁচ মামলায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে গ্রেপ্তার দেখান।

এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত পল্টন থানার তিন মামলায় এবং ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত রমনা মডেল থানার দুই মামলায় গ্রেপ্তার দেখান।

দুপুরে এ মামলাগুলোতে স্বপনের জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১০:৪৬:৫১   ১০৬ বার পঠিত