নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা পৃথক তিন মামলায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবীর আদালতে এ তিন মামলায় জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে তার জামিন নামঞ্জুর করেন বিচারক।
অপরদিকে রমনা থানার দুই মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালতে জামিন শুনানি হওয়ার কথা ছিল। তবে সংশ্লিষ্ট আদালতে মামলা দুটির মূল নথি না থাকায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়নি। নথি থাকা সাপেক্ষে আগামীকাল এ দুই মামলার জামিন শুনানি হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।
এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত পল্টন থানার তিন মামলায় এবং ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত রমনা মডেল থানার দুই মামলায় গ্রেপ্তার দেখান।
গত ২৮ অক্টোবরের সংঘর্ষের পর একাধিক থানার মোট সাত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে কোনো মামলাতেই এখন পর্যন্ত জামিন মেলেনি তার।
এর আগে গত ২ নভেম্বর রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটক করে ডিবি। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
বাংলাদেশ সময়: ১০:৪৬:৫০ ১৪৪ বার পঠিত