মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

লালমোহনে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেলো কিশোরের

প্রথম পাতা » শিরোনাম » লালমোহনে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেলো কিশোরের
মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪



---

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

লালমোহন উপজেলায় বৈদ্যুতিক ফাঁদের মাধ্যমে মাছ শিকার করতে গিয়ে মো. জিসান নামে ১৬ বছর বয়সি এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহেষখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত কিশোর জিসান ওই এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে।

জানা যায়, বৈদ্যুতিক শকের মাধ্যমে মাছ শিকারের ফাঁদ তৈরি করে কিশোর জিসান। রোববার রাতে সবার অজান্তে বাড়ির অংশীদারদের পুকুরে ওই ফাঁদ নিয়ে মাছ শিকার করতে যায় সে।

এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেয় ওই কিশোর। চিৎকার শুনে তার মা ছুটে গিয়ে বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেন। এরপর জিসানকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত বলে ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই কিশোরের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:২৮:২৩   ১২২ বার পঠিত