রবিবার, ২১ জানুয়ারী ২০২৪

রাজবাড়ীতে ডিবি’র অভিযানে আট জুয়াড়ি গ্রেপ্তার

প্রথম পাতা » শিরোনাম » রাজবাড়ীতে ডিবি’র অভিযানে আট জুয়াড়ি গ্রেপ্তার
রবিবার, ২১ জানুয়ারী ২০২৪



---

 

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে  পরিচালনা করে নগদ তিন হাজার দুইশত পঞ্চাশ টাকা ও জুয়া খেলার দুই বান্ডিল তাসসহ আট জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতারকৃতরা হল সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মোঃ আলম সরদারের ছেলে মোঃ রইজ সরদার (২০), মোঃ মুন্নাফ শেখের ছেলে মোঃ রতন শেখ (২৩), মোঃ আতাই মন্ডলের ছেলে মোঃ আমির হোসেন (৩৬), মোঃ মাজেদ সরদারের ছেলে মোঃ সাইফুল সরদার (২৮), তালেব শেখের ছেলে সালাম শেখ (২৩) একই উপজেলার আগমারাই গ্রামের মোঃ সামাদ কাজীর ছেলে মোঃ মিরাজ কাজী (২০), গোপাল বাড়ী গ্রামের মোঃ মজিবর মোল্লার ছেলে মোঃ শান্ত মোল্লা (২৩) ও উড়াকান্দার মোঃ ইসহাক শেখের ছেলে মোঃ মিজান শেখ (২৩)।



রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ‘র  এসআই দেওয়ান শামীম খান এর নেতৃত্বে একটি টিম  গতকাল শনিবার (২০ জানুয়ারি)  রাত নয়টার  দিকে অভিযান পরিচালনা করে আট জুয়াড়িকে গ্রেফতার করে।


জানাগেছে, গোয়েন্দা পুলিশ (ডিবি)  সদস্যরা রাতে সদর উপজেলার রাধাকান্তপুরে মোঃ হাসেম বেপারীর উচু ভিটির উপর ফাঁকা মাঠের মধ্যে হতে  জুয়াখেলা অবস্থায় তাদেরকে গ্রেফতার করে।


এই ঘটনার বিষয়ে সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৪:৫৪   ১৬০ বার পঠিত