বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪

নাশকতার অপর ৪ মামলায় আমীর খসরুর জামিন শুনানি রোববার

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » নাশকতার অপর ৪ মামলায় আমীর খসরুর জামিন শুনানি রোববার
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪



---

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানার পৃথক চার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন শুনানির জন্য আগামী রোববার (২১ জানুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।

 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে আমীর খসরুর বিরুদ্ধে নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানার পৃথক ৮ মামলায় জামিন শুনানির জন্য ধার্য ছিল। এদিন চার মামলায় দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন আদালত। বাকি চার মামলার নথি আদালতে না আসায় আদেশ অপেক্ষমাণ রাখেন আদালত। পরে বিকেল ৫টার দিকে আদালত এসব মামলায় শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন।

 

আমীর খসরুর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, পৃথক দুই থানায় আট মামলার মধ্যে চার মামলায় জামিন পেয়েছেন আমীর খসরু। তবে অন্য চার মামলায় নথি মহানগর দায়রা জজ আদালতে থাকায় আজ শুনানি হয়নি। আদালত নথি প্রাপ্তি সাপেক্ষে আগামী রোববার বাকি চার মামলার জামিন শুনানির জন্য দিন ধার্য করেছেন।

 

এর আগে আজ দুপুর দেড়টার দিকে আমীর খসরুকে কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এসময় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়। দুপুর ২টার দিকে আদালতের হাজতখানা থেকে তাকে এজলাসে নেওয়া হয়।

 

বাংলাদেশ সময়: ২০:০০:৩৯   ৯৬ বার পঠিত