হিজাব নিয়ে বিতর্ক সৃষ্টি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান ও অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক ছাত্র সামেবেশে তারা এই অভিযোগ করেন।
প্রতিবাদ সমাবেশে মারুফ হাসান হিরা নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে অহিদুজ্জামান স্যারকে চিনি। তিনি একজন শিক্ষার্থীবান্ধব শিক্ষক। তার বিরুদ্ধে হিজাব খুলতে বাধ্য করার যে অভিযোগ উঠেছে সেটি সত্য নয়।’
মেহেদী হাসান কাব্য নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘অহিদুজ্জামান স্যার সুনামের সাথে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন। তার সুনাম ক্ষুণ্ন করার জন্যই এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। যারা এই মিথ্যা অভিযোগ করেছেন তাদের অনতিবিলম্বে এই অভিযোগ তুলে নিতে হবে।’
রাফি নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘কিছু সাম্প্রদায়িক শক্তি ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়। এরজন্য সাধারণ শিক্ষার্থীদের সিমপ্যাথি নিয়ে একটি মিথ্যা ঘটনাকে সত্য করার চেষ্টা চালাচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’
সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বরাবর একটি স্মারকলিপি দেন।
প্রসঙ্গত, সম্প্রতি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক ছাত্রীকে ভাইভা বোর্ডে হিজাব খুলতে বাধ্য করার অভিযোগ ওঠে অধ্যাপক ড. এম অহিদুজ্জামান ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। তবে শুরু থেকেই এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন আইইআরের শিক্ষকরা।
বাংলাদেশ সময়: ১০:৪৫:০৫ ৩৬৭ বার পঠিত