ভোলা-৩ আসনে জাল ভোট দিতে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর দুই পোলিং এজেন্ট গ্রেফতার হয়েছেন। বর্তমানে তারা দু’জন লালমোহন থানা পুলিশের হেফাজতে আছেন।
রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটের দিকে লালমোহনের মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে তাদেরকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার সাহা।
সুজিত কুমার সাহা জানান, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজর (অবঃ) জসিম উদ্দিনের দুই পোলিং এজেন্ট জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছেন। তারা দু’জন হলেন, মো. কামাল হোসেন (৪২) ও মো. আব্দুর রহিম (২৪)। তারা দু’জন লালমোহন থানা পুলিশের হেফাজতে আছে।
বাংলাদেশ সময়: ১৪:৩০:০৭ ১১৮ বার পঠিত