লালমোহন (ভোলা) প্রতিনিধি:
রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যেই শেষ হয়ে গেছে সব ধরনের নির্বাচনী প্রস্তুতি। ভোলার লালমোহন উপজেলার কেন্দ্রগুলোতে পৌছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে প্রিজাইডিং অফিসারের কাছে কেবল ব্যালট পেপার ছাড়া অন্যান্য নির্বাচনী সকল সামগ্রী হস্তান্তর করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। নির্বাচনী সরঞ্জাম হাতে পেয়ে নির্ধারিত কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে যাচ্ছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, লালমোহন উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের মোট ৮৩টি কেন্দ্রে রোববার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে টানা বিকাল ৪ টা পর্যন্ত । এ উপজেলায় মোট ভোটার রয়েছেন দুই লাখ ৫৭ হাজার ৬৩৩ জন। যাদের মধ্যে নারী ভোটার এক লাখ ২৫ হাজার ২০ জন, পুরুষ ভোটার এক লাখ ৩২ হাজার ৬১০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
সুষ্টু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম। যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২:০২:৩৬ ১০৬ বার পঠিত