বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

ভোলার লালমোহনে বাংলাদেশ নৌবাহিনীর ফুটপেট্রোলিং

প্রথম পাতা » শিরোনাম » ভোলার লালমোহনে বাংলাদেশ নৌবাহিনীর ফুটপেট্রোলিং
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪



---

লালমোহন, ভোলা,

প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ভোলার লালমোহন উপজেলায় কাজ শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। তারই অংশ হিসেবে বুধবার (৩ জানুয়ারি) বিকালে লালমোহন পৌরশহরে ফুটপেট্রোলিং করেছে নৌবাহিনীর লালমোহন কন্টিনজেন্টের একটি প্লাটুনের সদস্যরা।

লালমোহন থানার মোড় থেকে ফুটপেট্রোলিং শুরু করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

এ ছাড়া আসন্ন দ্বাদশ নির্বাচন উপলক্ষ্যে ভোলা জেলার ৭ উপজেলায় ৭টি কন্টিনজেন্টের অন্তত নয়শত সদস্য কাজ করছেন। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে কাজ করবেন। অন্যদিকে যেকোনো জরুরী পরিস্থিতিতে লজিস্টিক সার্পোটের জন্য একটি নৌ-জাহাজ মোতায়ন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:৩২   ১৩৮ বার পঠিত