গোলাপের সভায় স্বতন্ত্র প্রার্থীকে ‘ প্রধানমন্ত্রীর নয়নের মণি’ বলা নিয়ে হট্টগোল

প্রথম পাতা » দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন » গোলাপের সভায় স্বতন্ত্র প্রার্থীকে ‘ প্রধানমন্ত্রীর নয়নের মণি’ বলা নিয়ে হট্টগোল
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩



---

মাদারীপুর প্রতিনিধি, মোঃ বোরহান।


মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সোবহান গোলাপের ডাকে আয়োজিত বর্ধিত সভায় তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের প্রশংসা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ ফরাজি। এ সময় সভায় হট্টগোল করতে থাকেন আবদুস সোবহানের সমর্থকেরা। তাঁর বিরুদ্ধে নানা স্লোগানও দিতে থাকেন তাঁরা।


কালকিনি পৌরসভার সামনে গতকাল বর্ধিত সভাটি হয়। সভায় আওয়ামী লীগ নেতা সিরাজ ফরাজি তাঁর বক্তব্যে বলেন, ‘কালকিনিতে নির্বাচন করছেন দুজন (তাহমিনা বেগম ও আবদুস সোবহান গোলাপ)। দুজনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়নের মণি।’ তাঁর এ বক্তব্যের সঙ্গে সঙ্গে সভায় হট্টগোল এবং তাঁর বিরুদ্ধে নানা স্লোগান শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির চৌধুরীসহ নেতা-কর্মীদের সামনেই হট্টগোল শুরু হলে সিরাজ ফরাজি বক্তব্য না দিয়ে মঞ্চ ছাড়েন।

জানতে চাইলে সিরাজ ফরাজি ল নিউজ ২৪ কে  বলেন, ‘আমি বলতে চাইছি, দুজনই প্রধানমন্ত্রীর দুই নয়ন। নেত্রী এখানে জনসভা করবেন মানে কী? গোলাপকে জেতাতে হবে। নৌকার পক্ষে কাজ করতে হবে। আর আমাদের দায়িত্ব কী? নৌকাকে জেতানো। এই কথা বলতে চাইছিলাম। কিন্তু আপত্তিকর কথা আর স্লোগান দেওয়ায় আমি বক্তব্য শেষ না করেই ওই স্থান ত্যাগ করি।

বাংলাদেশ সময়: ১৯:৪১:১৮   ১২৩ বার পঠিত  




দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’র আরও খবর


সংসদে আইনজীবীদের সংখ্যা কমছে : দ্বাদশ সংসদে ২৫ জন প্রতিনিধিত্ব করবেন
বরগুনা-১ আসনে ফলাফল প্রকাশে অনিয়মের অভিযোগ নৌকার প্রার্থীর
ঢাকা-৪ আসনের নির্বাচনের ফল হাইকোর্টে স্থগিত
দ্বাদশ সংসদের নবনির্বাচিত সংসদসদস্যদের শপথ ১০ জানুয়ারী
দ্বাদশ সংসদ নির্বাচনে কে কোন আসনে জয়ী
নৌকার বিজয় রাজবাড়ীর দুই আসনেই
ভোলার চারটি আসনে নৌকার জয়
ব্যারিস্টার সুমনের কাছে ধরাশায়ী প্রতিমন্ত্রী মাহবুব আলী
জয়পুরহাট -১ আসনে নৌকার বিজয়
বান্দরবান-৩০০নং আসনে বেসরকারি হিসেবে নৌকার জয়।

Law News24.com News Archive

আর্কাইভ