আল-আমিন (রাকিব), (সাব-এডিটর)
মাদককে না বলি!
মাদক ছেড়ে খেলা ধারি!!
এই শ্লোগানকে সামনে রেখে ভোলা সদর উপজেলায় মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে সু-বাতাস স্পোটিং ক্লাব এর উদ্যেগে ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে ।
আগামীকাল শুক্রবার (২২ডিসেম্বর) ভোলা সদর পৌরসভা ৯নং ওয়ার্ড শিকদার বাড়ী জামে মসজিদ এর পার্শ্বের বালির মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব, মোঃ মাইনুল ইসলাম শামিম (কাউন্সিলর, ৯নং ওয়ার্ড, ভোলা পৌরসভা, ভোলা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,
জনাব, মোঃ মোস্তফা কামাল (কোষাদক্ষ, ভোলা জেলা ক্রিয়া সংস্থা)
এ খেলা পরিচালনা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন , ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান (বিশিষ্ট সমাজসেবক ও প্রতিষ্ঠাতা সু বাতাস স্পোটিং ক্লাব)
আয়োজনেঃ মোঃ তামিম, মোঃ আল-আমিন (শুভ), মোঃ আল-হাসান (আহাদ) ও আল-আমীন (রাকিব)
বাংলাদেশ সময়: ৭:৩৫:৩৫ ৩০৫ বার পঠিত