বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ করেছেন বীর বাহাদুর উশৈসিং এমপি

প্রথম পাতা » দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন » বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ করেছেন বীর বাহাদুর উশৈসিং এমপি
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩



---

মোহাম্মদ নাসির উদ্দীন তিজো, বান্দরবান প্রতিনিধি :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত একমাত্র প্রার্থী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ করেছেন।

 ২০ ডিসেম্বর, ২০২৪ বুধবার সকালে রোয়াংছড়ির কচ্ছপতলি সড়কের বিভিন্ন পাড়ায় গণসংযোগ ও কচ্ছপতলি বাজারে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় যোগ দেন টানা ০৬ বারের নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি।


 নির্বাচনী জনসভায় সভাপতিত্বে করেন রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাই মং মারমা। এতে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উজ্জ্বল কান্তি দাশ, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, যুগ্ন সাধারণ সম্পাদক হ্লা থোয়াই হ্রী মারমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি চহ্লামং মারমা, সাধারণ সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যাসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনসভায়  মন্ত্রী বলেন, রোয়াংছড়ি উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, বিদ্যুৎসহ সব খাতে শত শত কোটি টাকার বহু উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে, বাস্তবায়িত এসব কাজ দৃশ্যমান। যার সুফল ভোগ করছে এই পাহাড়ি জনপদের হাজার হাজার মানুষ। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ৭ম বারের মতো নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়ার আহবান করছি।

এদিকে রোয়াংছড়ি বাজারে আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দেন মন্ত্রী। রোয়াংছড়ি সফরকালে বেশ কয়েকটি স্থানে গণসংযোগ করেন পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বাংলাদেশ সময়: ০:৪৯:৩২   ১৩৬ বার পঠিত  




দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’র আরও খবর


সংসদে আইনজীবীদের সংখ্যা কমছে : দ্বাদশ সংসদে ২৫ জন প্রতিনিধিত্ব করবেন
বরগুনা-১ আসনে ফলাফল প্রকাশে অনিয়মের অভিযোগ নৌকার প্রার্থীর
ঢাকা-৪ আসনের নির্বাচনের ফল হাইকোর্টে স্থগিত
দ্বাদশ সংসদের নবনির্বাচিত সংসদসদস্যদের শপথ ১০ জানুয়ারী
দ্বাদশ সংসদ নির্বাচনে কে কোন আসনে জয়ী
নৌকার বিজয় রাজবাড়ীর দুই আসনেই
ভোলার চারটি আসনে নৌকার জয়
ব্যারিস্টার সুমনের কাছে ধরাশায়ী প্রতিমন্ত্রী মাহবুব আলী
জয়পুরহাট -১ আসনে নৌকার বিজয়
বান্দরবান-৩০০নং আসনে বেসরকারি হিসেবে নৌকার জয়।

Law News24.com News Archive

আর্কাইভ