স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে চল্লিশ পিচ ইয়াবাসহ মোঃ হাসান প্রামানিক (৪০) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ, সেই সাথে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
তিনি রাজবাড়ীর পাংশা থানার পাটিকাবাড়ী গ্রামের মোঃ কাশেম আলী প্রামানিকের ছেলে।
রবিবার (৩ সেপ্টেম্বর) পাংশা মডেল থানার তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়। সেই সাথে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
পাংশা থানা পুলিশ গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ১৬:৩৭:৫১ ৫৭২ বার পঠিত