জয়পুরহাটে উত্তরা এক্সপ্রেস ট্রেনে দূর্বিত্তরা ( ১৬ ডিসেম্বর শুক্রবার মধ্য রাতে) অগ্নি সংযোগ করে।
একটি বগিতে কয়েকটি বসার সিট পুড়ে যায়।
উত্তরাএক্সপ্রেস ট্রেনটি রাজশাহী
হতে ছেড়ে আসা পারবতিপুর অভিমূখে আসার পথে জামালগঞ্জ স্টেশন থামার পর গাড়ি জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হওয়ার পর দূর্বিত্তরা অগ্নি সংযোগ করে।
জয়পুরহাট স্টেশনের লোকজন,স্থানীয় ফায়ার সার্ভিসের সহয্যে আগুন নিভানো হয়।
এতে করে কোন হতাহত হয়নি এমনটাই জানিয়েছেন
রেলওয়ে পুলিশ কর্মকর্তা এবং স্টেশন মাস্টার।
বাংলাদেশ সময়: ১০:০২:৩১ ২৩৪ বার পঠিত