মোহাম্মদ নাসির উদ্দীন তিজো,বান্দরবান প্রতিনিধি:
আজ ১৩ ডিসেম্বর ২০২৩ইং রোজ বুধবার আনুমানিক ১৬.০০ঘটিকায় বান্দরবানের সদর থানাধীন কানাপাড়া এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে ০২এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, বান্দরবানের অপারেশন্স সিসি নং ২৪০/২৩, তারিখঃ ১৩/১২/২০২৩ খ্রিঃ মূলে এসআই (নিঃ) মাইকেল বনিক, এএসআই (সঃ) মোঃ রবিউল করিম সিকদার ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ বান্দরবান সদর থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন বান্দরবান সদর থানাধীন ০৮নং ওয়ার্ডের হাফেজঘোনাস্থ রোডস এ্যন্ড হাইওয়ের ডাক বাংলোর সামনে নির্মানাধীন রাস্তার উপর অভিযান চালিয়ে (১) মোঃ সোহেল (২২) ও মোঃ জামাল উদ্দিন (২৪) নামীয় দুই মাদক ব্যবসায়ীকে ১৭৫ (একশত পচাত্তর) পিচ লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
এ বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়।
বাংলাদেশ সময়: ২৩:১৮:৪৬ ১৪৫ বার পঠিত