কক্সবাজারে ২২ কোটি ২৬ লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস

প্রথম পাতা » শিরোনাম » কক্সবাজারে ২২ কোটি ২৬ লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩



---

কক্সবাজার জেলার বিভিন্ন মাদক মামলায় জব্দকৃত প্রায় ২২ কোটি ২৬ লক্ষ ১০ হাজার টাকার মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটি মঙ্গলবার (৫ ডিসেম্বর) আদালত কম্পাউন্ডে বিভিন্ন প্রকারের এসব মাদক ধ্বংস করেন।

মাদক ধ্বংসের সময় কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা, সদস্য ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং সদস্য ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম উপস্থিত ছিলেন।

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ধ্বংসকৃত মাদকের মধ্যে ৪ প্রকারের মাদকদ্রব্য রয়েছে। সেগুলো হচ্ছে-১০ কোটি টাকা মূল্যের প্রায় ২ কেজি আইস (ক্রিস্টাল মেথ), ১২ কোটি টাকা মূল্যের ৪ লক্ষ পিস ইয়াবা টেবলেট, ৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫০০ টি বিয়ারের ক্যান এবং ১৮ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৩৭২ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ।

এসব মাদকদ্রব্য পাচারের সময় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিভিন্ন সময়ে জব্দ করে মামলার আলামত হিসাবে কক্সবাজার জুডিসিয়াল মালখানায় রাখা হয়েছিল। কক্সবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর নিয়মিত মাদকদ্রব্য ধ্বংসের অংশ হিসাবে উল্লেখিত প্রায় ২২ কোটি ২৬ লক্ষ ১০ হাজার টাকার মাদকদ্রব্য মঙ্গলবার ধ্বংস করা হয় বলে জানান প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী।

বাংলাদেশ সময়: ১৩:৩২:০৫   ১০৫ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


লালমোহনে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সভা
স্বামী হত্যার মামলায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড
বাগেরহাট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সব সদস্যের পদত্যাগ
ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার ৩ জন রিমান্ডে
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন
ভোলার লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নওগাঁর ধামুইরহাটে শিক্ষককে নির্যাতনের বিচার এবং শিক্ষকদের নিরাপত্তা চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
আমরা বাংলাদেশের মানুষের মুখে হাসিঁ ফোটাতে চাই - মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ
মাদারীপুরে থানায় ডিউটিতে ফিরেছে পুলিশ সদ্যসরা
লালমোহনে সড়ক পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

Law News24.com News Archive

আর্কাইভ