বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

প্রথম পাতা » শিরোনাম » বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩



 

বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

লিওনেল মেসিকে রেখেই আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের জন্য ৩২ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরে লিওনেল স্কালোনির দল ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। সর্বশেষ কাতার বিশ্বকাপের পর চারটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির দলটি যেখানে প্রতিটি ম্যাচই জিতেছে। ফলে সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে তারা বাছাইয়ের প্রথম ম্যাচে আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায়।

ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েন্স আয়ার্সের স্তাদিও মনুমেন্তালে। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৩ সেপ্টেম্বর বিশ্বচ্যাম্পিয়নরা বলিভিয়ার বিপক্ষে নামবে। ওই ম্যাচের ভেন্যু বলিভিয়ার লা পাজের হার্নান্দো সাইলস স্টেডিয়াম।

এর আগে বেশ কিছু কারণে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণায় দেরির কথা জানিয়েছিল দেশটির সংবাদমাধ্যম দিয়ারিও ওলে। তারা বলছে, এবার নানা কারণে দল যাচাই-বাছাই করতে বেশি সময় লাগছে স্কালোনির। প্রথমত, দলে কিছু খেলোয়াড়ের চোটের শঙ্কা আছে, তাদের জন্য অপেক্ষা করতে গিয়ে দল ঘোষণা করতে সময় নিচ্ছেন আর্জেন্টাইন কোচ।

পাশাপাশি স্কালোনি নাকি তাঁর ঘোষিত দলে ৫০ জনের বেশি খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন। যেখানে বেশ কিছু খেলোয়াড় থাকবেন অনূর্ধ্ব–২৩ দলের। বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের মূলত ডাকা হচ্ছে অলিম্পিক বাছাইয়ের প্রস্তুতির জন্য।

সে কারণে ম্যাচ শুরুর সপ্তাহখানেক আগে প্রকাশিত হলো বিশ্বচ্যাম্পিয়নদের দল। যেখানে মেসির দলে ডাক পেয়েছেন বেশ কিছু নতুন মুখও। একইসঙ্গে সেই দল থেকে বাদ পড়েছেন পাউলো দিবালা, মার্কোস আকুনা, জেরোনিমো রুলি এবং লো সেলসোর মতো ফুটবলাররা। এর ভেতর প্রথম তিনজনই ইনজুরিতে আছেন।

আর্জেন্টিনা স্কোয়াড :

লুকাস বেল্ট্রান, নিকোলাস গঞ্জালেস, লিয়েন্দ্রো পারেদেস, জুয়ান মুসো, লাউতারে মার্টিনেজ, আনহেল কোরেয়া, রদ্রিগো ডি পল, নাহুয়েল মোলিনা, জার্মান পাজেলা, গুইদো রদ্রিগেজ, গঞ্জালো মন্টিয়েল, জুয়ান ফয়েথ, মার্কোস সেনেসি, এমিলিয়ানো মার্টিনেজ, ফাকুন্দো বোনানোত্তি, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ, আলেজান্দ্রো গার্নাচো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো, অ্যাক্সেকুয়েল পালাসিওস, ওয়াল্টার বেনিতেজ, আনহেল ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডি, লিওনেল মেসি, ফ্রাঙ্কো আরমানি, অ্যালান ভেলাস্কো, ব্রুনো জাপেল্লি, থিয়াগো আলমাদা ও লুকাস এসকুইভেল।

বাংলাদেশ সময়: ১২:২৮:২৮   ২০৬ বার পঠিত   #  #




শিরোনাম’র আরও খবর


লালমোহনে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সভা
স্বামী হত্যার মামলায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড
বাগেরহাট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সব সদস্যের পদত্যাগ
ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার ৩ জন রিমান্ডে
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন
ভোলার লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নওগাঁর ধামুইরহাটে শিক্ষককে নির্যাতনের বিচার এবং শিক্ষকদের নিরাপত্তা চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
আমরা বাংলাদেশের মানুষের মুখে হাসিঁ ফোটাতে চাই - মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ
মাদারীপুরে থানায় ডিউটিতে ফিরেছে পুলিশ সদ্যসরা
লালমোহনে সড়ক পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

Law News24.com News Archive

আর্কাইভ