ট্রান্সফরমার ও মিটার চোরচক্রের ১৬ জন কে আটক

প্রথম পাতা » শিরোনাম » ট্রান্সফরমার ও মিটার চোরচক্রের ১৬ জন কে আটক
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩



---

স্বপন সওদাগর, জয়পুরহাট প্রতিনিধি।

জয়পুরহাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চোরচক্রের ১৬ জন কে গ্রপ্তার করেছে পুলিশ।

এ সময় উদ্ধার করা হয় চুড়ি হওয়া ট্রান্সফরমার, কয়েকটি মিটার, তামা সহ চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর)  দুপুর আড়াইটার দিকে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম।

এর আগে গত রাতে জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা  ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,গাইবান্ধার গোবিন্দ গন্জ উপজেলার ধাওয়াচিলা শাইলট্রি গ্রামের মৃত নছির উদ্দীনের ছেলে আব্দুল রশিদে(৪৪), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেড়াই গ্রামের আবু তাহেরের ছেলে মাহফুজ (৪২), আটুল গ্রামের মৃত লোকমানের ছেলে লাভলু(৫০), কুয়াতপুরের মোজ্জাফরের ছেলে মোসাদ্দেম মন্ডল (১৯), উচাই পাথর ঘাটার মৃত হুজুর আলীর ছেলে খানু ফকির (৫২), সরাইল গ্রামের মৃত মোকছেদ মন্ডলের ছেলে সাইদুর মন্ডল (৩৬), কুয়াতপুরের গোলাম হোসেনের ছেলে আহসান হাবীব (১৯), পিয়ারা গ্রামের আমির হামজার ছেলে রাব্বী হোসেন (২৩), ক্ষেতলাল  উপজেলার  রামপুরা চৌধুরী পাড়ারমৃত মনিরের ছেলে কুহিন মন্ডল(২৬),

আক্কেলপুর  উপজেলার পারইল গ্রামের আসিদুল কাজীর ছেলে রায়হান কাজী (২২),কালাই উপজেলার মহেশর গ্রামের আব্দুল করিমের ছেলে কাওসার( ৩৫), বেগুন গ্রামের শহিদুলের ছেলে সোহাগ (২৯), আকলাপাড়া গ্রামের আব্দুল মন্ডলের ছেলে মেজবাউল ইসলাম (৩১), হাজীপুর গ্রামের মৃত জসিমের ছেলে ছানোয়ার(৪৭), শিকটা গ্রামে সেকেন্দার আলীর ছেলে খোরশেদ আলম ধলু (৪৩), ও নওগাঁ চক নাদিকুল গ্রামের মৃত সাত্তারের ছেলে জালাল হোসেন (৩৪)।

পুলিশ সুপার জানান,এই চক্রটি সংঘবদ্ধ ভাবে অভিনব কায়দায় জয়পুরহাটের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক ট্রন্সফরমার ও মিটার চুরি করতো।

কারা ট্রান্নফরমার চুরি করে তামাখুলে নিয়ে বিভিন্ন ভাঙারির দোকানে বিক্রি করে ভাল দাম পেত।

এ ছাগা মিটার চুরির পর তারা সেখানে একটি কাগজে বিকাশ নাম্বার রেখে যেত। ভুক্তভোগী সেই নাম্বারে যোগাযোগ করলে চক্রটি নিদৃষ্ট পরিমান টাকা দাবি করত। এর পর বিকাশে টাকা দিলে নির্জন কোন জায়গায় তারা মিটার রেখে যেত।

এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের ১৬ জন কে গ্রেপ্তার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০:২৫:৫১   ১৫১ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


লালমোহনে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সভা
স্বামী হত্যার মামলায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড
বাগেরহাট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সব সদস্যের পদত্যাগ
ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার ৩ জন রিমান্ডে
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন
ভোলার লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নওগাঁর ধামুইরহাটে শিক্ষককে নির্যাতনের বিচার এবং শিক্ষকদের নিরাপত্তা চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
আমরা বাংলাদেশের মানুষের মুখে হাসিঁ ফোটাতে চাই - মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ
মাদারীপুরে থানায় ডিউটিতে ফিরেছে পুলিশ সদ্যসরা
লালমোহনে সড়ক পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

Law News24.com News Archive

আর্কাইভ