স্বপন সওদাগর, জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ ও বিক্রিয় চক্রের ৪জন সদস্য কে আটক করেছে র্যাব।
উপজেলার আটাপাড়া বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পাঁচবিবি উপজেলার ভিমপুর গ্রামের আক্কাস আলীর ছেলে রাসেল হোসেন(৩৯), আটাপাড়ার নজরুল ইসলামের ছেলে ইমরান হোসেন (৩৪), মৃত দুলাল মিয়ার ছেলে মোঃসোহাগ বাবু (২০) উত্তর গোপালপুর গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে আব্দুর রহিম সরদার (২৫)।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, গ্রেপ্তারকৃতরা তাদের দোকানের নিজস্ব কম্পিউটারের হার্ডডিস্কে অশ্লীল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে। টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুলপড়ুয়া ছাত্রদের সরবরাহ করত।
গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সময়: ২০:১৩:৪৩ ২২০ বার পঠিত