দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (ঘোড়াঘাট,নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর) আসনে ৩য় বারেরমত মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমপি শিবলী সাদিক।
(৩০ নভেম্বর) বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আচরনবিধি মেনে নৌকার প্রার্থী হিসেবে টানা তৃতীয়বারের মত মনোনয়ন পত্র জমা দিলেন এমপি শিবলী সাদিক।
এ সময় হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ, বিরামপুর পৌরসভার মেয়র আককাস আলী, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, সাবেক ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান,ঘোড়াঘাট উপজেলা কৃষকলীগের সভাপতি মো,শহিদুল ইসলাম আকাশ,ঘোড়াঘাট পৌর আওয়ামীগ সাধারণ সম্পাদক মো, আসাদুজ্জামান ভুট্টু,সাবেক ঘোড়াঘাট উপজেলা আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো, জহুরুল ইসলাম মাষ্টার,পালশা ইউপি চেয়ারম্যান মো, কবিরুল ইসলাম, সাবেক বুলাকীপুর ইউনিয়ন আওয়ামীগের সভাপতি মো, রফিকুল ইসলাম, নাড়ু গোপাল কুন্ডু, দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, বিরামপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম বকুল, যুবলীগ নেতা নয়ন,যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন টিটু সহ সমর্থনকারী,প্রস্তাবকারী এবং আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:৫৬:৪৯ ১৪৫ বার পঠিত