১২ তম সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে মনোনয়ন পত্র জমা দেন এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন

প্রথম পাতা » দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন » ১২ তম সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে মনোনয়ন পত্র জমা দেন এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩



---

আসন্ন ৭ জানুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর আংশিক) আসন থেকে মনোনয়নপত্র জমা দেন, বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন। গতকাল ৩০ নভেম্বর বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর কার্যালয়ে তিনি এ মনোনয়ন পত্র জমা দেন। জমা দেয়ার সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবীর পাটোয়ারী, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মামুনুর রশীদ, সাঃ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সিনিঃ সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, কাজী নাজমুল কাদের  গুলজার, আলহাজ্ব ইসমাঈল খোকন, রায়পুর পৌর আওয়ামীলীগ এর ভাঃ সভাপতি জাকির হোসেন নোমান, সাঃ সম্পাদক আবু সাইদ জুটন প্রমূখ।


লক্ষ্মীপুর-২ (রায়পুর-আংশিক) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন   মোট১৩ জন প্রার্থী।


তারা হচ্ছেন বর্তমান আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এড. নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি,জাতীয় পার্টির প্রার্থী বোরহান উদ্দিন আহমেদ মিঠু, তৃণমূল বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল মাসুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শরীফুল ইসলাম, জাসদের আমির হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী রুবিনা ইয়াসমিন লুবনা,সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম, আমরা ক’জন মুজিব সেনার প্রতিষ্ঠাতা সভাপতি এএফ জসিম উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জহির হোসেন, ইমাম উদ্দিন সুমন, মনসুর রহমান ও ফরহাদ মিয়া।


বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান এসব তথ্য নিশ্চিত করেছেন।


মনোনয়ন পত্র জমা দেয়ার পর এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, আগামী নির্বাচনে জয়ী হলে বিগত দিনের মতোই এ আসনের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন নির্বাচন উৎসব মুখর ও অংশগ্রহণমূলক করতে আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করলে নমনীয় থাকবে সংগঠন। এমন ঘোষণাকে আমলে নিয়ে অনেকেই জনপ্রিয়তা প্রমাণ করতে এবং নির্বাচন অর্থবহ করার জন্য ভোট যুদ্ধে নেমেছেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৬:৫৯   ৯৪ বার পঠিত  




দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’র আরও খবর


সংসদে আইনজীবীদের সংখ্যা কমছে : দ্বাদশ সংসদে ২৫ জন প্রতিনিধিত্ব করবেন
বরগুনা-১ আসনে ফলাফল প্রকাশে অনিয়মের অভিযোগ নৌকার প্রার্থীর
ঢাকা-৪ আসনের নির্বাচনের ফল হাইকোর্টে স্থগিত
দ্বাদশ সংসদের নবনির্বাচিত সংসদসদস্যদের শপথ ১০ জানুয়ারী
দ্বাদশ সংসদ নির্বাচনে কে কোন আসনে জয়ী
নৌকার বিজয় রাজবাড়ীর দুই আসনেই
ভোলার চারটি আসনে নৌকার জয়
ব্যারিস্টার সুমনের কাছে ধরাশায়ী প্রতিমন্ত্রী মাহবুব আলী
জয়পুরহাট -১ আসনে নৌকার বিজয়
বান্দরবান-৩০০নং আসনে বেসরকারি হিসেবে নৌকার জয়।

Law News24.com News Archive

আর্কাইভ