দ্রুত মামলা নিষ্পত্তিতে মেডিয়েশনের বিকল্প নেই : বিচারপতি আহমেদ সোহেল

প্রথম পাতা » প্রধান সংবাদ » দ্রুত মামলা নিষ্পত্তিতে মেডিয়েশনের বিকল্প নেই : বিচারপতি আহমেদ সোহেল
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩



দ্রুত মামলা নিষ্পত্তিতে মেডিয়েশনের বিকল্প নেই : বিচারপতি আহমেদ সোহেল

 

শরীয়তপুর জেলায় ‌‘মেডিয়েশন বিষয়ক’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল বলেছেন, দ্রুত সময়ে মামলা বা বিরোধ নিষ্পত্তির জন্য মেডিয়েশন সবচেয়ে ভালো পদ্ধতি। আরবিট্রশন যেখানে ব্যর্থ মেডিয়েশন সেখানে সফল। আরবিট্রেশন পদ্ধতিতে মামলা নিষ্পত্তি করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। খরচও অনেক বেশি লাগে। একমাত্র মেডিয়েশন পদ্ধতি প্রয়োগ করে কম খরচে অল্প সময়ে বিরোধ বা মামলা নিষ্পত্তি সম্ভব। মামলাজট থেকে মুক্তির পথ হচ্ছে মেডিয়েশন।

শনিবার (২ সেপ্টেম্বর) শরীয়তপুর জেলা জাজেস মিলনায়তনে ‌‘মেডিয়েশন বিষয়ক’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) ও শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

বিচারপতি আহমেদ সোহেল বলেন, মেডিয়েশনের সৌন্দর্য সবার সামনে তুলে ধরতে হবে। বিচারকদের মেডিয়েশন বেনিফিটগুলো বিচার প্রার্থীদের বুঝাতে হবে। গণমাধ্যম, সোশ্যাল মিডিয়ায় মেডিয়েশন বিষয়ে প্রচারণা বাড়াতে হবে। সাধারণ মানুষকে আমরা যদি মেডিয়েশনের উপকারিতাগুলো বুঝাতে পারি তাহলে তারা মেডিয়েশনের দিকে চলে আসবে। সাধারণ মানুষ মেডিয়েশনের সৌন্দর্য বুঝতে পারলে তারা মেডিয়েশনের মাধ্যমে বিরোধ বা মামলা নিষ্পত্তি করতে উদ্বুদ্ধ হবে।

শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিমসের চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এস এন গোস্বামী, শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল হাসান, মানবাধিকার ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ফুলু সরকার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এম আবুল হোসেন, শরীয়তপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম, অ্যাডভোকেট হুমায়ন কবীর শিকদার, অ্যাডভোকেট রাশিদা চৌধুরী নিলু প্রমুখ।

কর্মশালায় শরীয়তপুরের বিচারক, আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশ ল’ টাইমসের বিএলটি) পক্ষ থেকে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতিকে বই উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১:৪৫:০৯   ২২৮ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


আয়নাঘরের আদ্যোপান্ত: পর্ব ১৩
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলো সেনাবাহিনী
জঙ্গিবাদে অর্থদাতা নিষিদ্ধ এনজিও চালাতেন মনিরুল!
রাশেদ খান মেনন ফের ৩ দিনের রিমান্ডে
সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ গ্রেফতার
গভীর রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি
ট্রাইব্যুনালে অভিযোগ মানেই আসামি নয়: চিফ প্রসিকিউটর
উত্তরা-যাত্রাবাড়ী-আশুলিয়া গণহত্যার বিচার আগে হবে: চিফ প্রসিকিউটর
আয়নাঘরের আদ্যোপান্ত: পর্ব ১২
জাহিদ মালেক পরিবারের ৬০০০ শতাংশ জমির খোঁজ

Law News24.com News Archive

আর্কাইভ