স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ীর কালুখালী থানা পুলিশ ও ফরিদপুর র্যাব-১০, সিপিসি-২, ক্যাম্পের সহায়তায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আলমগীর হোসেন (সবুজ) কে গ্রেফতার করা হয়েছে।
সে কালুখালী থানার মাঝবাড়ী জামতলা পাড়ার কাশেম মন্ডলের ছেলে।
রবিবার (২৬ নভেম্বর) গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামীকে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
জানাগেছে, এসআই(নিঃ) সুবোধ চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনাকালে ফরিদপুরের
র্যাব-১০, সিপিসি-২, ক্যাম্পের সহায়তায় শনিবার রাত ২টার দিকে ফরিদপুর জেলায় কোতয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরোও জানাযায়, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন ১৯(১) এর ৯(খ) তাকে ৫ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২মাস কারাদন্ডে দন্ডিত হয়।
বাংলাদেশ সময়: ১১:০৮:১০ ৩১২ বার পঠিত