ফরিদপুরে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ফরিদপুরে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন
বুধবার, ২২ নভেম্বর ২০২৩



---

ফরিদপুরে মাদক মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। রায় প্রদানের সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাদের পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, মাদারীপুরের শিবচর উপজেলার চরগুয়াতলা গ্রামের লিটন হাওলাদার (৩৫) ও একই উপজেলার বড় দুয়ালী গ্রামের উজ্জল ফকির (৩০)।

জানা গেছে, ২০১৩ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুরের ভাঙ্গার বিশ্বরোড মোড় এলাকায় ৫০ বোতল ফেনসিডিলসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মজিবর রহমান বাদী হয়ে ওই দুই ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে পরবর্তীতে একই থানার এসআই মুহাম্মদ মোতালেব হোসেন তাদেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর দীর্ঘ যুক্তিতর্ক শেষে রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১০:৫৮:২৪   ২০১ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


এস আলম ও পরিবারের এফএসআইবির ১২৫ অ্যাকাউন্ট জব্দের নির্দেশ
বান্দরবান আদালত চত্বরে ১০৩ টি নিস্পত্তিকৃত মামলার আলামত আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস।
জামিন মেলেনি বেনজীরের ক্যাশিয়ার জসিমের
রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামী লতিফের মৃত্যুদন্ড
বিনা সুদে লাখ টাকা ঋণ অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়ক মাহবুবুলসহ ১৮ জন কারাগারে
ফের ৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন
১১৩ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
জয় বাংলা স্লোগান দিয়ে হাজী সেলিমপুত্র বললেন ‘শেখ হাসিনা আবার আসবেন’
পুলিশ হেফাজতে বডিবিল্ডার ফারুকের মৃত্যু বংশাল থানার সাবেক ওসিসহ ৭ জনের বিরুদ্ধে পুনঃতদন্তের নির্দেশ
ওবায়দুল কাদেরের পিএস মতিন ৩ দিনের রিমান্ডে

Law News24.com News Archive

আর্কাইভ