র‌্যাগিং প্রতিরোধে হুঁশিয়ারি বার্তা দিলেন (বেরোবি) প্রশাসন

প্রথম পাতা » প্রধান সংবাদ » র‌্যাগিং প্রতিরোধে হুঁশিয়ারি বার্তা দিলেন (বেরোবি) প্রশাসন
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩



 

 র‌্যাগিং প্রতিরোধে হুঁশিয়ারি বার্তা দিলেন (বেরোবি) প্রশাসন

 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে

আজ রোববার (৩ সেপ্টেম্বর)। শিক্ষার্থীদের র‌্যাগিং প্রতিরোধে কড়া হুঁশিয়ারি দিয়ে বার্তা প্রেরণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকাল ১০টা থেকে নিজ নিজ বিভাগ নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে।

গত মাসের ১৩ আগস্ট (রোববার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় ৩ সেপ্টেম্বর (রোববার) প্রথম বর্ষের ক্লাস শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রত্যেক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, র‌্যাগিং দমনে কঠোর অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেকোনো ধরনের অনাখাঙ্খিত ঘটনা এড়াতে প্রক্টরিয়াল টিম সর্বদা প্রস্তুত রয়েছে। কোনো শিক্ষার্থীকে র‌্যাগিং করার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে এরই মধ্যে র‌্যাগিং প্রতিরোধে সচেতনতামূলক নির্দেশনা দিয়েছে প্রক্টরিয়াল বডি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর শরিফুল ইসলাম বলেন, র‌্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য আমরা তিন ধরণের পদক্ষেপ নিয়েছি। প্রথমত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে পোস্টারিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া। দ্বিতীয়ত প্রতিটি বিভাগে এ বিষয়ে নোটিশ দেওয়া এবং তৃতীয়ত প্রক্টরিয়াল বড়ি প্রতিনিয়ত ক্যাম্পাসে টহল দিবে।

তিনি আরও বলেন, কেউ র‍্যাগিং দিলে বা দেওয়ার চেষ্টা করলে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে।

বাংলাদেশ সময়: ৮:৩৬:৫৬   ১৯৫ বার পঠিত   #  #




প্রধান সংবাদ’র আরও খবর


বিচার বিভাগীয় তদন্ত দাবি আইনজীবী আলিফ হত্যা: তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন সব সদস্য
পশ্চিম তীরে মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা
সিরিয়ায় নিখোঁজ মানুষের খবর জানতে আইনজীবী নিয়োগ করলো জাতিসংঘ
উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্টে ‘তীব্র প্রতিবাদ’ জানালো ভারত
হাসান আরিফ ছিলেন দেশের উজ্জ্বল নক্ষত্র: আইনজীবীরা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যে বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ
আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন রাজধানীতে ব্যস্ত সড়কে ছিনতাই, ঝরছে প্রাণও
পূর্ণাঙ্গ রায় প্রকাশ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা নতুন করে তদন্ত হওয়া উচিত: হাইকোর্ট
বিদেশে পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ হয়: পলক

Law News24.com News Archive

আর্কাইভ