স্বপন সওদাগর জয়পুরহাট জেলা প্রতিনিধি,
জয়পুরহাট সদর উপজেলায় পাথর বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল সড়কে এ ঘটনা ঘটে।
ট্রাক চালক জানান,পঞ্চগড় থেকে পাথর বোঝাই ট্রাকটি নওগাঁ যাচ্ছিল। ভোর ৫ টার দিকে পুরানাপৈল রেললাইনের ক্রসিংয়ে ট্রাকের গতিসীমা কমায় ট্রাকচালক।
এ সময় ১২-১৩ জন লোকএসে ট্রাকে ইট পাটকেল মেরে আগুন ধরিয়ে দেয়।
তড়িগরি করে ট্রাকের চালক দিশেহারা হয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন অন্য গাড়ির চালক, হেলপার সহ এসে পর্শ্ববর্তি জলাশয় হতে পানি এনে আগুন নিভিয়ে ফেলে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জনান, পুরানাপৈল এলাকায় ট্রাকে আগুন দেয় দূর্বৃত্তরা। এখন পযন্ত মামলা হয়নি।
অপরাধীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রেখেছেন।
বাংলাদেশ সময়: ১৯:০৪:০৬ ১৯৩ বার পঠিত