স্বপন সওদাগর
জয়পুরহাট জেলা প্রতিনিধি,
জয়পুরহাট পাঁচবিবি বাজার থেকে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী রানি বাবু নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে তাকে গ্রেফতারের বিষয় টি নিশ্চিত করেছেন র্যাব –৫।
গ্রেফতারকৃত রনি বাবু পাঁচবিবি উপজেলার কালি ঘাটা বড় পুকুড়িয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
র্যাব –৫ জয়পুরহাট ক্যাম্পের মেজর মোঃ শেখ সাদিক জানান, ২০২০ সালে ২ ফ্রেব্রুয়ারি পাঁচবিবি উপজেলার নওদা এলাকায় বিজিবি চেক পোস্টে একটি বাস থামিয়ে তল্লাশি চলাকালে রনি বাবু নামক এক ব্যাক্তির নিকট ৫০ পিছ এ্যামপুল পেয়েছে মর্মে বিজি্বি বাদী হয়ে, পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি শেষে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর জয়পুরহাট জেলার দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দীন, রনি বাবু কে যাবজ্জীবন সাজা প্রদান করেন।
এর পর থেকে রনি বাবু পলাতক ছিল। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৪:১০:৩৯ ১৯৪ বার পঠিত