কিশোরগঞ্জে দুই ইউপি সদস্য বরখাস্ত

প্রথম পাতা » শিরোনাম » কিশোরগঞ্জে দুই ইউপি সদস্য বরখাস্ত
বুধবার, ৮ নভেম্বর ২০২৩



---

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন পরিষদের দুই ওয়ার্ডের সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

বরখাস্ত দুই ইউপি সদস্য হলেন- জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের সদস্য মো. মতিউর রহমান ও পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহাগ মিয়া।

গেলো সোমবার কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের সই করা এক চিঠিতে বরখাস্তের বিষয়টি জানানো হয়। এরও আগে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে ৩১ অক্টোবর সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধানের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১ আগস্ট টিসিবির ডিলার আব্দুল কুদ্দুস ও ট্যাগ কর্মকর্তা খায়রুল ইসলামকে সরকারি কাজে বাধা দেওয়া, মারধর করা এবং ভয় দেখানোর অভিযোগ ওঠে ইউপি সদস্য মো. মতিউর রহমান ও মো. সোহাগ মিয়ার বিরুদ্ধে। পরে জাফরাবাদ ইউনিয়ন পরিষদের সচিব মো. আমির হামজা বাদী হয়ে ৩ আগস্ট করিমগঞ্জ থানায় একটি মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে অভিযোগপত্র দাখিল করলে আদালতে তা গৃহীত হয়।

এরই পরিপ্রেক্ষিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি কেন তাদের চূড়ান্তভাবে অপসারণ করা হবে না এ মর্মে আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:২৫:৩৯   ১১০ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


লালমোহনে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সভা
স্বামী হত্যার মামলায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড
বাগেরহাট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সব সদস্যের পদত্যাগ
ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার ৩ জন রিমান্ডে
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন
ভোলার লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নওগাঁর ধামুইরহাটে শিক্ষককে নির্যাতনের বিচার এবং শিক্ষকদের নিরাপত্তা চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
আমরা বাংলাদেশের মানুষের মুখে হাসিঁ ফোটাতে চাই - মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ
মাদারীপুরে থানায় ডিউটিতে ফিরেছে পুলিশ সদ্যসরা
লালমোহনে সড়ক পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

Law News24.com News Archive

আর্কাইভ