ভোলায় অটোরিক্সা চালককে কুপিয়ে হত্যার ঘটনায় একজন কে গ্রেপ্তার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ।
আজ বুধবার দুপুর ১টায় ভোলা সদর মডেল থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা)ওসি শাহিন ফকির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার বলেছেন, ছিনতাই চক্রের সদস্যরা ভোলা থেকে প্রথমে রিক্সা ভাড়া নিয়ে রাজপুরের উদ্দেশ্যে রওনা হয়।এসময় তারা পূর্ব ইলিশা ইউনিয়নের ব্যারিস্টার কাচারি নামক এলাকায় একটি বদ্ধ সড়কে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। হত্যার মিশন শেষ করে ছিনতাই চক্রের সদস্যরা অটোরিক্সা নিয়ে চলে যায়। হত্যার ঘটনায় আমরা তাৎক্ষণিক বিষয়টি আমলে নিলে পুলিশের তৎপরতায় সাগর নামে একজন ছিনতাইকারী সদস্যকে সদর উপজেলার রাজাপুর এলাকা থেকে আটক করতে সক্ষম হই।আটকৃত সাগর পৌর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইফুল এর ছেলে।এঘটনায় সাগরকে হত্যা মামলায় আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
এদিকে গত ২৮ তারিখ রবিবার রাতে রফিকুল ইসলাম নামে এক অটোরিক্সা চালককে কুপিয়ে হত্যা করে রিক্সা ছিনতাই করা হয়।হত্যার ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলার দায়ের করেন।
বাংলাদেশ সময়: ২৩:৫১:০৩ ২১৪ বার পঠিত