জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের তিন নেতার ২ দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের তিন নেতার ২ দিনের রিমান্ড মঞ্জুর
মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩



---

নাশকতার মামলায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের

তিন নেতাসহ চারজনকে দুইদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) আসামিদের আদালতে হাজির করে কোতোয়ালি থানা পুলিশ।

আসামিরা হলেন জবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, হাসিবুল হাসান ও সহ সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সরকার সাইদী। আরেক আসামি হলেন, ঢাকা মহানগর দক্ষিণের ৩৫ নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম চানু।

আদালতে আসামিদের সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির। পরে তাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে শুনানি শেষে আসামিদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

আদালতে কোতোয়ালী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা আশ্রাব আলী বিষয়টি জানান।

এর আগে, আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ মে ভোর ৫টা ১০ মিনিটের দিকে পুরান ঢাকার জিন্দাবাহার পার্ক এলাকায় বিএনপি, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের ১৬০/১৭০ নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান দিতে থাকে। এসময় তারা জনমনে ভীতি প্রদর্শন ও সরকার উৎখাতে নানা বক্তব্য দিতে থাকে। এলাকাবাসী বাধা দিলে তাদের ওপর লাঠি-সোঁটা দিয়ে হামলা করে নেতাকর্মীরা। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ২০:১৭:৩১   ১৩৪ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


সাবেক রেলমন্ত্রীকে রিমান্ডে পাঠানোর পর আদেশ স্থগিত
পুলিশ কর্মকর্তা কাফী আরও ২ দিনের রিমান্ডে
কলেজ ছাত্র হত্যা বরিশালের সাবেক এমপি শাহে আলম ৩ দিনের রিমান্ডে
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৪ দিনের রিমান্ডে
৭ দিনের রিমান্ডে সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান
সাভারের ইয়ামিন হত্যা সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফী ৫ দিনের রিমান্ডে
জামিন নামঞ্জুর, ইনু-মেনন-পলক-মামুন কারাগারে
সাবেক এমপির ২ ছেলের হামলা শিকার ব্যবসায়ী, আদালতে মামলা
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ১১১ বার পেছালো
ফের ৪ দিনের রিমান্ডে ইনু

Law News24.com News Archive

আর্কাইভ